রবিউল হাসান রবিন, কাউখালী (পিরোজপুর): অগ্নিনির্বাপনের পাশাপাশি ফায়ার সার্ভিসের কর্মীদের মহাসড়কে দুর্ঘটনাজনিত উদ্ধার কাজে দক্ষতা বাড়াতে পিরোজপুরের কাউখালীতে মহাসড়কে মহড়া অনুষ্ঠিত হয়েছে।
দুর্ঘটনার শিকার হলে আহতদের কীভাবে উদ্ধার এবং ফাস্ট এইড চিকিৎসা দেওয়া হয় তার মহড়া করেছে পিরোজপুরের কাউখালীর ফায়ার সার্ভিসের একটি ইউনিট।
কাউখালী-বরিশাল আঞ্চলিক মহাসড়কের নৈকাঠীতে কাউখালী ফায়ার সার্ভিস রবিবার বিকেলে এই মহড়ার আয়োজন করে।
মহড়ায় জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি উদ্ধার কর্মীদের কর্মদক্ষতা বাড়বে বলে মনে করেন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু বকর সিদ্দিক।
তিনি জানান, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ওই মহড়া শুরু হয়েছে।