হাকিম বাবুল, শেরপুর: শেরপুরে দিশা প্রিপারেটরি অ্যান্ড হাই স্কুলের দুই দিনব্যাপী বার্ষিক সাহিত্য, সঙ্গীত ও ক্রীড়া প্রতিযোগিতা রবিবার শেষ হয়েছে। স্কুল মাঠে অনুষ্ঠিত এসব প্রতিযোগিতায় স্কুলের কয়েকশ’ ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে।

প্রতিযোগিতা শেষে স্কুলের চেয়ারম্যান অজিত মালাকার ও অধ্যক্ষ ফরিদ আহমেদ বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করেন। এ অনুষ্ঠানে অষ্টম থেকে দশম শ্রেণি পর্যন্ত বার্ষিক পরীক্ষায় পর পর প্রথম স্থান অধিকারী মো. কায়েস মিয়াকে ‘নীরদা স্মৃতি স্বর্ণপদক’ প্রদান করা হয়। প্রধান অতিথি সুরেশ-নীরদা ফাউন্ডেশনের চেয়ারম্যান সুশীল মালাকার কৃতি ছাত্রের হাতে স্বর্ণপদক ও সনদপত্র তুলে দেন।
এ ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রতি বছর প্রতি শ্রেণিতে প্রথম স্থান অর্জনকারী শিক্ষার্থীদের ‘সুরেশ মালাকার স্মৃতি রৌপ্য পদক’ এবং অষ্টম থেকে দশম শ্রেণি পর্যন্ত পরীক্ষায় পর পর প্রথম স্থান অধিকারী শিক্ষার্থীকে ‘নীরদা স্মৃতি স্বর্ণপদক’ প্রদান করা হয়।