আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাই উপজেলার মাসিক আইন-শৃঙ্খলা, সন্ত্রাস ও নাশকতা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোখলেছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জয়া মারিয়া পেরেরা।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আত্রাই থানার এসআই মহসীন আলী, নওগাঁ জেলা পরিষদের নবনির্বাচিত সংরক্ষিত (আত্রাই-রাণীনগর) মহিলা আসনের সদস্যা ফেরদৌসী রহমান ডেজি, উপজেলা মডেল প্রেসক্লাবের সভাপতি একেএম কামাল উদ্দিন টগর, উপজেলা মুক্তিযোদ্ধা কমন্ডার আকতারুজ্জামান আকতার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শ্রী নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, সাধারণ সম্পাদক চৌধুরী গোলাম মোস্তফা বাদল, ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ¦ আবদার হোসেন, আত্রাই থানা বিএনপির আহ্বায়ক শেখ রেজাউল ইসলাম রেজু, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ কেএম কাওছার, বিয়াম ল্যাবরেটরী স্কুল অ্যান্ড কলেজ, উপজেলা শিক্ষা অফিসার সাফিয়া আকতার অপু, অধ্যক্ষ রেজাউল করিম, এএফএম মুনছুর রহমান, আত্রাই পাইলট বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিমুদ্দিন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি হাফিজুর রহমান, ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম বাবু জানবক্সসহ বিভিন্ন দপ্তর প্রধান ও আইন-শৃঙ্খলা,সন্ত্রাস ও নাশকতা বিষয়ক কমিটির সদস্যগণ।