রবিউল হাসান রবিন, কাউখালী (পিরোজপুর): “জাটকা ইলিশ ধরবো না, দেশের ক্ষতি করবো না” এই শ্লোগানকে সামনে রেখে জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে সোমবার দুপুরে পিরোজপুরের কাউখালীতে র্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মিলনায়তনে এসে শেষ হয়। সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা লাবনী চাকমার সভাপতিত্বে আলেচানা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এস. এম আহসান কবীর, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ মোশাররফ হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মনিরুজ্জামান পল্টন, সাংগঠনিক সম্পাদক সুনীল কুন্ডু, ইউপি চেয়ারম্যান মাহামুদ খান খোকন, ইউপি চেয়ারম্যান শেখ সামসুদ্দোহা চাঁন, জেলা পরিষদের সংরক্ষিত আসনের সদস্য শাহজাদী রেবেকা শাহীন চৈতী, উপজেলা মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহা প্রমুখ।