আব্দুল্লাহ আবু এহসান, মধুপুর (টাঙ্গাইল): টাঙ্গাইলের মধুপুরে ওয়ার্ড ছাত্রলীগের দুই গ্রুপের বিরোধের জেরে সভাপতি গ্রুপের হাতে সাধারণ সম্পাদকসহ গ্রুপের অন্যানরা পিটুনির শিকার হয়ে প্রতিবাদ জানাতে সড়ক অবরোধ করেছে। নবগঠিত মহিষমারা ইউনিয়নের ২ নং ওয়ার্ড ছাত্রলীগের মধ্যে এ ঘটনা ঘটে।
সোমবার উপজেলার কাকরাইদ-গারোবাজার সড়কের বাগানবাড়ী চৌরাস্তায় অবরোধ করে তারা এ প্রতিবাদ জানায়। নবগঠিত মহিষমারা ইউনিয়নের ২ নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক আকাশ খান জানান, গত রোববার (১২ মার্চ) দিগলবাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ওয়াজ আলী বাজারের এক কোচিং সেন্টারে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে অন্য এক জনের নাম ঘোষণা করার প্রতিবাদ করতে গেলে সভাপতি মনিরুজ্জামান গ্রুপের লোকজন তাদের উপর চড়াও হয়। তাদের পিটুনিতে অনেকে আহত হয়ে তাদের কাছে আটকা পড়ে। পরে এলাকার লোকজন তাদের ছাড়িয়ে আনেন। আকাশের অভিযোগ, সভাপতি তাকে সাধারণ সম্পাদক মানে না। পরিকল্পিতভাবে এ কাজ করা হয়েছে। সভাপতি মনিরুজ্জামান এ অভিযোগ অস্বীকার করে জানান, আমি এর কিছুই জানিনা। পরে জেনেছি অনুষ্ঠানে অন্য একটা সংগঠনের সাধারণ সম্পাদক হিসেবে শুভ খান
এ ঘটনার প্রতিবাদে আকাশ খানের গ্রুপ গতকাল সোমবার বাগানবাড়ী চৌরাস্তা মোড়ে টায়ার জ্বালিয়ে অবরোধ বসায়। এক ঘন্টারও বেশি সময় অবরোধ চলে। পরে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও মুরুব্বিগণ উপজেলা পরিষদ চেয়ারম্যানসহ নেতৃবৃন্দের বরাত দিয়ে বিচারের আশ্বাস দিলে অবরোধকারীরা অবরোধ তুলে নেয়। উপজেলা ছাত্রলীগের সভাপতি শরীফ আহমেদ নাসির এ ঘটনার প্রতিক্রিয়ায় জানান, ছাত্রলীগের ওই ওয়ার্ড কমিটির কার্যক্রম স্থগিত এবং মহিষমারা ইউনিয়ন ছাত্রলীগকে শোকজ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।