রবিউল হাসান রবিন, কাউখালী (পিরোজপুর): পিরোজপুরের কাউখালীতে মঙ্গলবার প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও স্লিপ কার্যক্রম বাস্তবায়নে দিনব্যাপী ওরিয়েন্টেশন আয়োজন করে কাউখালী উপজেলা শিক্ষা কমিটি।
সকালে উপজেলা পরিষদ মিলনায়নে অনুষ্ঠিত এ কর্মশালায় উপজেলা চেয়ারম্যান এস.এম আহসান কবীরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার লাবনী চাকমা।
বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার মোঃ ইউসুফ আলী, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর চঞ্চল কুমার মিস্ত্রী, জেলা পরিষদের সদস্য শাহজাদী রেবেকা শাহীন চৈতী, উপজেলা শিক্ষা কমিটির সদস্য ও জাতীয় পার্টিও (জেপি) সভাপতি মোঃ মাহবুবুর রহমান খান ও সদস্য হুমায়ুন কবির তালুকদার রাজু, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ও কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত রায়, সাহাপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও জাতীয় পার্টিও (জেপি) সাধারণম সম্পাদক শাহ আলম নসু প্রমুখ।
কর্মশালায় বক্তারা বলেন, প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে এসএমসির সভাপতি ও কমিটির সদস্যসহ স্থানীয় কমিউনিটির প্রতিনিধিদের এগিয়ে আসতে হবে। শিক্ষার মানোন্নয়নে দলমত নির্বিশেষে পারস্পরিক সহযোগিতার বিকল্প নাই।
কর্মশালায় উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও প্রধান শিক্ষকগণ অংশ নেন।