রাজধানীতে ট্রাফিক আইন অম্যান্যের দায়ে ২৯ লাখ টাকা জরিমানা, ৫ হাজার মামলা

ট্রাফিক আইন অমান্যের দায়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ বুধবার রাজধানীতে অভিযান চালিয়ে ২৯ লাখ ৪৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে। এ অভিযানে বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে ৫ হাজার ৩৩৬টি  মামলা করা হয়। এছাড়া ১৪টি গাড়ি ডাম্পিং ও ৭৯৭টি গাড়ি রেকার করা হয়।

উল্লেখিত মামলা ও জরিমানা ছাড়াও উল্টোপথে গাড়ি চালানোর দায়ে ১ হাজার ১০৫টি গাড়ি,  হাইড্রোলিক হর্ন ব্যবহার করার দায়ে ৯০টি, হুটার ও বিকনলাইট ব্যবহার করার জন্য ৭টি এবং মাইক্রোবাসে কালো গ্লাস লাগানোর জন্য ১৬টি গাড়ির বিরুদ্ধে মামলা করে ট্রাফিক বিভাগ।

ট্রাফিক আইন না মানার জন্য ২ হাজার ৩৭৭টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা ও ১২২টি মোটরসাইকেল আটক করা হয়। গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করার অপরাধে ১৩ জন চালকের বিরুদ্ধে মামলা করা হয়।

সূত্র: ডিএমপি নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.