ভুয়া অ্যাকাউন্ট খুলে ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে একান্ত ব্যক্তিগত ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
মিরপুরের কাজীপাড়া এলাকায় অভিযান চালিয়ে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম বিভাগের ওয়েবসাইট অ্যান্ড ই-মেইল ক্রাইম টিমের সদস্যরা ২৩ জানুয়ারি সন্ধ্যায় তাদের আটক করে।
গ্রেফতাররা হলেন সাজিদুর রহমান (১৯) ও মো. নাহিদুল ইসলাম (১৯)। তাদের হেফাজত হতে অপরাধ কর্মকাণ্ডে ব্যবহৃত দুটি মোবাইল ফোন ও চারটি হার্ড ডিস্ক ড্রাইভ উদ্ধার করে পুলিশ।
সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম বিভাগ জানিয়েছে, ২২ জানুয়ারি রাজধানীর হাতিরঝিল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করা হয়। মামলার বাদী অভিযোগ করেন, আসামিরা তার ছবি ব্যবহার করে দুটি ভুয়া ফেসবুক আইডি খোলে।
পরে অভিযুক্তরা ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে তাদের কাছে সংরক্ষিত থাকা অভিযোগকারীর একান্ত ছবি ও ভিডিও তার নিজের ফেসবুক আইডিতে পাঠায়। এরপর তার কাছে ১২ হাজার টাকা দাবি করে। টাকা না দিলে এসব ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিবে বলে হুমকি দেয়।
অভিযোগকারী তাদেরকে বিকাশের মাধ্যমে কিছু টাকা পাঠায় ও বাকি টাকা প্রদানের জন্য আরো কিছুদিন সময় চান।
মামলার অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করে পুলিশ।
পরদিন গ্রেফতারদের জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠালে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
সূত্র: ডিএমপি নিউজ