কোর ক্যাচারের জন্য প্রস্তুত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের দ্বিতীয় ইউনিট

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের দ্বিতীয় ইউনিটে অন্যতম গুরুত্বপূর্ণ নিষ্ক্রিয় নিরাপত্তা ব্যবস্থা ‘কোর ক্যাচার’ স্থাপনের জন্য প্রয়োজনীয় প্রাথমিক কার্যক্রম শেষ হয়েছে।

ইতোমধ্যে ৫৮ টন ওজনের আরসিসি কাঠামো এবং ৭.৫ টন ওজনের ভূগর্ভস্থ অংশটি স্থাপন করা হয়েছে।

এটমস্ত্রয়এক্সপোর্ট (এএসই) ভাইস প্রেসিডেন্ট এবং প্রকল্প পরিচালক (রূপপুর এনপিপি নির্মাণ) সের্গেই লাসতসকিন জানান যে, মূল কোর ক্যাচারটি স্থাপনের কাজ শীঘ্রই শুরু হবে।

পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য আসা কোর ক্যাচার।

রিয়্যাক্টরের ভিত্তিতে প্রথম কনক্রিট ঢালাইয়ের মাধ্যমে রূপপুর প্রকল্পের দ্বিতীয় ইউনিটের মূল নির্মাণ কাজ শুরু হয় ২০১৮ সালের ১৪ই জুলাই। এই ইউনিটির জন্য কোর ক্যাচারটি ইতোমধ্যে রাশিয়া থেকে প্রকল্প এলাকায় পৌঁছেছে।

উল্লেখ্য প্রথম ইউনিটের মূল নির্মাণ কাজ ২০১৭ সালের ৩০ নভেম্বর এবং কোর ক্যাচার স্থাপনের কাজ ২০১৮ সালের ১৮ আগস্ট শুরু হয়।

বর্তমানে উভয় ইউনিটের মূল ভবনসহ অন্যান্য গুরুত্বপূর্ণ কাঠামো নির্মাণের কাজ চলছে। নির্মাণ কাজ শিডিউল অনুযায়ী এগিয়ে যাচ্ছে।

২০১৫ সালের ২৫ ডিসেম্বর রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি কর্পোরেশন রসাটমের প্রকৌশল বিভাগ এটমস্ত্রয়এক্সপোর্ট (এএসই) জেনারেল কন্ট্রাক্টর হিসেবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব লাভ করে। প্রকল্পটিতে প্রতিটি ১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দুটি ভিভিইআর ১২০০ রিয়্যাক্টর স্থাপন করা হবে। রুশ ডিজাইনের ৩+ প্রজন্মের এই রিয়্যাক্টরটি নিরাপত্তা সংক্রান্ত সকল আন্তর্জাতিক চাহিদা মিটাতে সক্ষম।

বিজ্ঞপ্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.