দখলমুক্ত হলো ঈশ্বরদীর ১ একর সরকারি জমি

স্বপন কুমার কুন্ডু: ঈশ্বরদীতে খাসজমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু হয়েছে।

বুধবার বিকেল হতে শুরু হওয়া উচ্ছেদ অভিযানে সাহাপুর ইউনিয়নের চরগড়গড়ি আলহাজ মোড় এলাকার প্রায় এক একর জমির উপর নির্মিত অবৈধ স্থাপনা ভেঙে দিয়েছে জেলা প্রশাসন।

পাবনার এনডিসি আবদুল্লাহ আল মাহমুদ নেতৃত্বে এ অভিযানে ঈশ্বরদীর সহকারী কমিশনার (ভূমি) মমতাজ মহলসহ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উচ্ছেদের সময় নির্মাণাধীন একটি ভবন গুঁড়িয়ে দেয়া হয়।

মমতাজ মহল জানান, দীর্ঘ ২০ বছর ধরে ওই এলাকার আলী আকবর ৭২ শতাংশ জমিতে অবৈধভাবে ৮টি দোকান ও ৮টি বাড়িঘর বানিয়ে ভাড়া দিয়ে আসছিলেন। সম্প্রতি তিনি ৫তলা ভিত দিয়ে একটি পাকা ভবন নির্মাণ শুরু করেছিলেন। এছাড়া আলহাজ হোসেন নামের আরেক ব্যক্তি ২৪ শতাংশ জমিতে পাকা ও সেমি পাকা বসতবাড়ি এবং ২টি দোকান ঘর নির্মাণ করেন। ওই জমিতে আরো ৬ ব্যক্তি ৬টি দোকান বানিয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন।

দখলদারদের বার বার অবৈধ স্থাপনা সরিয়ে নেয়ার জন্য বলা হলেও তারা এসব স্থাপনা না সরানোয় উচ্ছেদ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.