পচা-বাসি খাবার রাখা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বানানোর অভিযোগে ঢাকার গুলশানের চারটি প্রতিষ্ঠানকে এক লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভ্রাম্যমাণ আদালত।
রোববার ডিএমপি’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মামুন ডিবি ও ক্রাইম বিভাগের সমন্বয়ে গুলশান এলাকায় ভেজালবিরোধী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এসময় পানসী হোটেলকে ৩০ হাজার ও হযরত শাহচন্দ্রপুরী হোটেল এ্যান্ড রেস্টুরেন্টকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
অননুমোদিতভাবে দই বানানোর অভিযোগে ঘরোয়া হোটেল এ্যান্ড রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা এবং তামাক পণ্যের বিজ্ঞাপন প্রদর্শনের জন্য আড়ৎ সুপার শপকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
সূত্র: ডিএমপি নিউজ