ক্ষতিকর উপাদান মিশিয়ে কৃত্রিমভাবে কলা পাকানোর অভিযোগে মানিকগঞ্জের দৌলতপুরে দুটি আড়তের পাঁচ হাজার কলা ধ্বংস করা হয়েছে। আড়ত দুটি তালাবদ্ধ করে দেওয়া হয়েছে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল রোববার এ অভিযান পরিচালনা করেন।
অভিযানের সময় দেখা যায়, আড়ত দুটি কলা পাকাতে রাইপেন-১৫ নামের বিষাক্ত রাসায়নিক মিশিয়েছে। পরে কলা জব্দ ও ধ্বংস করা হয়। আড়ত বন্ধ করে দেওয়া হয়। মালিক পলাতক রয়েছেন।

মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অভিযোগে ওই বাজারের জাহিদুল ফার্মেসিকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
এ অভিযানে সহযোগিতা করেন উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।
সূত্র: জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ফেসবুক পেইজ।