প্রতিবেদক, বন্দর (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের বন্দরে মা ও ছেলেকে নৃশংসভাবে কুপিয়ে আহত করেছে একদল দুর্বৃত্ত।
আহতরা হলেন মনির হোসেন (৪০) ও তার মা তেহারুন বেগম (৬২)। মনিরকে গুরুতর অবস্থায় প্রথমে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। মনির একটি বিমা প্রতিষ্ঠানের কর্মী।
দুর্বত্তরা হামলার সময় তাদের ঘরের আসবাবপত্র ভাঙচুর করে। ঘরে রক্ষিত নগদ ৫৫ হাজার টাকা ও ২ ভরি ওজনের স্বর্ণালঙ্কার নিয়ে যায়।
শনিবার ভোরে বন্দরের রামনগর এলাকায় হামলার ঘটনা ঘটে। এ রিপোর্ট লেখা পর্যন্ত বিষয়টি নিয়ে মামলার প্রস্তুতি চলছিল।
মনিরের স্ত্রী সালমা বেগম জানান, স্থানীয় ইলিয়াস মেম্বার ও তার ছেলেদের বিরুদ্ধে মাদক ব্যবসাসহ সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। ডেলটা লাইফ ইন্স্যুরেন্স নবীগঞ্জ ইউনিটের ম্যানেজার মনির এতে বাধা দেবার চেষ্টা করেন। শুক্রবার বিকেলে অভিযুক্তরা মনিরকে হত্যার হুমকি দেয়। এজন্য পুলিশের সাহায্য চেয়ে শুক্রবার সন্ধ্যায় মনির বন্দর থানায় সাধারণ ডায়েরি করেন। তবে পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি।
শনিবার ভোর ছয়টার দিকে ইলিয়াস মেম্বার, তার তিন ছেলেসহ ১৫-২০ জনের একটি দল ওই বাড়িতে হামলা চালায়। তারা ঘুমন্ত মনিরকে ডেকে তুলে নৃশংসভাবে কোপাতে থাকে। ছেলেকে রক্ষার জন্য মা তেহারুন বেগম এগিয়ে এলে হামলাকারীরা তাকেও কুপিয়ে জখম করে। প্রতিবেশীরা এসে মনিরকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।