স্বপন কুমার কুন্ডু, ঈশ্বরদী (পাবনা): বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বালক দলে ঈশ্বরদীর চরকুড়লিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বালিকা দলে বাঘইল সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে।
সোমবার বিকেলে সরকারি সাঁড়া মাড়োয়ারী স্কুল এ্যান্ড কলেজ ফুটবল মাঠে অনুষ্ঠিত বঙ্গবন্ধু গোল্ডকাপের উপজেলা পর্যায়ের ফাইনালে চরকুড়ুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে জবেদা খাতুন শাবান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনালে বাঘইল সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-১ গোলের ব্যবধানে সাউথ সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান নুরুজ্জামান বিশ্বাস, পৌর মেয়র মো. আবুল কালাম আজাদ মিন্টু, ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, মহিলা ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলী, থানার অফিসার ইনচার্জ বাহাউদ্দিন ফারুকী, প্রাথমিক শিক্ষা অফিসার মৃণাল কান্তি সরকার, সাহাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতলেবুর রহমান মিনহাজ প্রমুখ।
উপজেলা নির্বাহী অফিসার আহাম্মদ হোসেন ভূইয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।