মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য সংরক্ষণ, পণ্যে উৎপাদনের তারিখ না থাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অপরাধে রাজধানীর ফার্মগেট এলাকার তিনটি খাবারের দোকানকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে এ জরিমানা করা হয়।
বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ জেলি ও সস বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণের অপরাধে হলিক্রস স্কুল অ্যান্ড কলেজের পাশে অবস্থিত আশিক ফাস্ট ফুডকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
পাউরুটি ও কেকের মোড়কে উৎপাদনের তারিখ না লেখার অপরাধে রৌশনী ফাস্ট ফুডকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বানানোর অপরাধে আনন্দ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। রেস্তোরাঁটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
অভিযানে তেজগাঁও থানা পুলিশ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তাদের সহায়তা করেন।