রাজধানীর লালবাগে ১৬ বছরের কিশোর রনি হাসান হত্যার ঘটনায় সাত কিশোরসহ আটজনকে গ্রেফতার করেছে লালবাগ থানা পুলিশ।
গ্রেফতাররা হচ্ছে তুহিন (১৭), রিয়াজ (১৭), ইয়াকুব (১৬), রাইয়ান (১৭), হাসান (১৭), জীবন (১৭), সাজ্জাদ (১৯) ও জিসান ওরফে ছটু (১৬)।
হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা একটি ছুরিও উদ্ধার করেছে পুলিশ।
৩১ আগস্ট রাতে কথা কাটাকাটির জের ধরে রনি খুন হয়।
লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ৩১ আগস্ট রাত আনুমানিক ৯টার রনি হাসান শহীদনগর বাসা থেকে বের হয়ে আতশখানা লেনে বন্ধুদের সাথে দেখা করতে যায়। পবিত্র আশুরা উপলক্ষে ঢোল বাজানোকে কেন্দ্র করে রনির সাথে তুহিন, রিয়াজ ও অন্যান্যদের কথা কাটাকাটি হয়। রাত ১১টার দিকে তারা রনিকে ধাওয়া দেয়। দৌড়াতে গিয়ে রনি বিসি দাস স্ট্রিটের একটি বাড়ির সামনে পড়ে যায়। অভিযুক্তরা রনিকে এলোপাথাড়ি কিল-ঘুষি ও লাথি মারতে থাকে। এক পর্যায়ে তুহিন রনির বুকে ছুরি মারলে সে মারাত্মক জখম হয়ে মাটিতে পড়ে যায়।
খবর পেয়ে লালবাগ থানা পুলিশ ঘটনাস্থল থেকে রক্তাক্ত অবস্থায় রনিকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হত্যাকাণ্ডের ঘটনায় ১ সেপ্টেম্বর রনির বাবা বাদী হয়ে লালবাগ থানায় হত্যা মামলা দায়ের করেন। সোমবার পুলিশ আসামি তুহিনকে লালবাগ থেকে গ্রেফতার করে। তুহিনের দেয়া তথ্য ও ঘটনাস্থলের সিসি ক্যামেরা ফুটেজের সহায়তায় পুলিশ কেরানীগঞ্জ, সাভার, দোহার, মুন্সিগঞ্জসহ বিভিন্ন স্থান থেকে অন্যদের গ্রেফতার করে।
সূত্র: ডিএমপি নিউজ