আতাউর রহমান, ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ: ঈশ্বরগঞ্জে অতিরিক্ত মূল্যে মাস্ক বিক্রির অপরাধে এক ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
অবৈধভাবে ক্যাবল নেটওয়ার্ক পরিচালনার অপরাধেও একজনকে জরিমানা করা হয় এদিন।
বৃহস্পতিবার রাতে উপজেলার মধুপুর বাজারে চড়া দামে মাস্ক বিক্রয় করার অপরাধে ব্যবসায়ী দেবল সরকারকে ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) সাঈদা পারভীন।
অবৈধ ক্যাবল ব্যবসা পরিচালনার অপরাধে শামীম নামের আরেকজনের ১০ হাজার টাকা জরিমানা করেন একই আদালত।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪০ ধারায় অধিক মূল্যে মাস্ক বিক্রি করায় দেবল সরকারকে জরিমানা করা হয়। অন্যদিকে ক্যাবল টেলিভশন নেটওয়ার্ক পরিচালনা আইনে অপরাধ করায় শামীমকে জরিমানা করা হয়।