নিজের উদ্যোগে ও খরচে স্কুল শিক্ষার্থীদের মাঝে পাঁচ শতাধিক মাস্ক বিতরণ করেছেন পুলিশ কর্মকর্তা নূর আলম মিয়া।
করোনা ভাইরাস প্রতিরোধ ও জনসচেতনতা সৃষ্টির জন্য ১২ মার্চ পুরান ঢাকার আরমানিটোলার আহমেদ বাওয়ানী একাডেমী স্কুল অ্যান্ড কলেজের পাঁচ শতাধিক ছাত্রছাত্রীর মধ্যে বিনামূল্যে মাস্ক বিতরণ করেন তিনি।
উপ-পরিদর্শক (এসআই) নূর আলম মিয়া বংশাল ফাঁড়ির ইনচার্জ।

নূর আলম বলেন, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত না হয়ে আমরা ও আমাদের পরিবারের সদস্যদেরকে যদি সচেতন করতে পারি আমরা নিজেদেরকে এবং পরিবারের সদস্যদের এই মহামারি থেকে বাঁচাতে পারব।
জনবান্ধব এই পুলিশ কর্মকর্তার মাস্ক বিতরণের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বংশাল থানার অফিসার ইনচার্জ মো. শাহীন ফকির।
ছবি ও তথ্যসূত্র: ডিএমপি নিউজ