শেখ সাইফুল ইসলাম কবির, বাগেরহাট: ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে বাগেরহাটে আটজন মারা গেছেন।
শনিবার বিকাল ৪টার দিকে খুলনা-মাওয়া মহাসড়কের ফকিরহাট উপজেলার কাকডাঙ্গা এলাকায় যাত্রীবাহী একটি বাস এবং লোহার রড বোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে তিনজন নিহত হয়।
ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা দুজনকে মৃত ঘোষণা করেন।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার গভীর রাতে আরো দুজন মারা যায়। আহত আরেকজন রবিবার বেলা ১১টার দিকে মারা যান।
ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ ন ম খায়রুল আনাম আটজন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন।
আহতদের মধ্যে নয়জন খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল এবং ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে।
দুর্ঘটনাকবলিত ওই বাসটি খুলনা থেকে যাত্রী নিয়ে মাদারীপুর যাচ্ছিল । ঢাকা থেকে লোহার রড ট্রাকটি খুলনা যাচ্ছিল।
নিহত আটজন হলেন পিরোজপুর জেলার মঠবাড়িয়ার লিয়াকত হোসেনের চার মাসের শিশু কন্যা রাফিজা খাতুন, মাদারীপুর জেলার গাছিয়া এলাকার জগদীশ হালদারের ছেলে অপূর্ব হালদার (৩৫), একই জেলার আব্বাস উদ্দিন (৪৫), খুলনা জেলার সাচিবুনিয়া এলাকার শিরু মিয়ার স্ত্রী রুমি আক্তার (৩৫), বরগুনা জেলার তালতলা নিশানবাড়িয়া গ্রামের সগীর খানের স্ত্রী হামিদা বেগম (৩০), কুষ্টিয়া জেলার বটতলা গ্রামের বজলুর রহমানের ছেলে মেহেদী হাসান (২২), খুলনার দাকোপ উপজেলার ধোপাদী গ্রামের চিত্ত রঞ্জন গাইনের স্ত্রী শোভা রানী গাইন (৪৮) ও একই জেলার পাটকেলঘাটার কুমিরা গ্রামের দুলাল দাশের মেয়ে পার্বতী দাশ (৩৫)।