রুশ রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি কর্পোরেশন রসাটম বাংলাদেশের সঙ্গে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের পরিচালনা, রক্ষণাবেক্ষণ ও জ্বালানি সরবরাহ সংক্রান্ত দ্বিপাক্ষিক ও সম্পূরক চুক্তি স্বাক্ষর করেছে।
রাজধানীর ইন্টার কন্টিনেন্টাল হোটেলে ১৬ মার্চ এক অনুষ্ঠানে এসব চুক্তি স্বাক্ষরিত হয়।
বাংলাদেশ এবং রাশিয়ার মধ্যে ইতোপূর্বে স্বাক্ষরিত আন্তঃসরকারি চুক্তির সংশোধন সংক্রান্ত একটি প্রটোকলে স্বাক্ষর করেন রসাটমের মহাপরিচালক আলেক্সি লিখাচোভ এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান।
চুক্তির ফলে রসাটম রূপপুর পারমাণবিক প্রকল্পের পুরো আয়ুষ্কাল ধরে রক্ষণাবেক্ষণ, পরিচালনা সংক্রান্ত সহযোগিতা এবং মেরামত কাজ সম্পাদনের সুযোগ পাবে।
বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন এবং রুশ প্রতিষ্ঠান টেভেল-এর মধ্যে সম্পাদিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের জন্য জ্বালানি সরবরাহ চুক্তির কিছু সম্পূরক চুক্তিও স্বাক্ষরিত হয় এদিন।
আলেক্সি লিখাচোভ সোমবার (১৬ মার্চ) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন। এসময় তিনি পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
লিখাচোভ সফরসঙ্গীদের নিয়ে রূপপুর প্রকল্প সাইট এবং প্রকল্পে কর্মরত রুশ নাগরিকদের জন্য নির্মিত বিশেষ আবাসিক এলাকা গ্রিন সিটি পরিদর্শন করেন। প্রতিনিধি দলকে সাইটে কাজের অগ্রগতি এবং গ্রিন সিটিতে প্রাপ্ত বিভিন্ন নাগরিক সুবিধা সম্পর্কে অবহিত করা হয়। রসাটম মহাপরিচালক উল্লেখ করেন যে, “প্রকল্পে নির্মাণ কাজ যথেষ্ট দ্রুত গতিতেই এগোচ্ছে। গ্রিন সিটিতে প্রাপ্ত বিভিন্ন নাগরিক সুবিধা দেখে আমি খুশি হয়েছি, আমাদের বিশেষজ্ঞরা বিনোদন ও মেডিক্যাল সেবাসহ স্বাভাবিক জীবন-যাপনের জন্য প্রয়োজনীয় সকল কিছুই এখানে পাচ্ছেন”।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে সর্বাধুনিক ৩+ প্রজন্মের ভিভিইআর-১২০০ রিয়্যাক্টর ভিত্তিক দুটি ইউনিট নির্মিত হচ্ছে। প্রকল্পের মোট উৎপাদন ক্ষমতা ২,৪০০ মেগাওয়াট।
বিজ্ঞপ্তি