সুন্দরবন ভ্রমণে নিষেধাজ্ঞা জারি

শেখ সাইফুল ইসলাম কবির, বাগেরহাট: সুন্দরবন ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে বন বিভাগ। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত পর্যটকসহ সাধারণ মানুষ বনের পর্যটন স্পটগুলোতে যেতে পারবেন না।

করোনা ভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

প্রধান বন সংরক্ষক (সিসিএফ) মো. শফিউল আলম স্বাক্ষরিত এ-সংক্রান্ত আদেশের কপি বৃহস্পতিবার বন বিভাগের স্থানীয় কার্যালয়গুলোতে পৌঁছেছে। খুলনা অঞ্চলের বন সংরক্ষক মো. মঈনুদ্দিন খান বিষয়টি নিশ্চিত করেন।

মঈনুদ্দিন খান জানান, বন অধিদপ্তরের আওতাধীন সুন্দরবনসহ বন বিভাগের সকল ইকোটুরিজম স্পটে করোনাভাইরাসের বিস্তার প্রতিরোধে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। একই সঙ্গে এ নির্দেশনা প্রতিপালনের জন্য সকল ট্যুর অপারেটরদেরও নির্দেশ দেয়া হয়েছে।

পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. জয়নাল আবেদীন জানান, বৃহস্পতিবার দুপুরে ইমেইলে প্রধান বন সংরক্ষকের চিঠি পেয়েছেন। এর পর পরই শরণখোলা রেঞ্জের তিনটি স্টেশন ও ১৩টি টহল ফাঁড়িতে বার্তা পাঠানো হয়েছে।

সুন্দরবনে যাতে কেউ প্রবেশ করতে না পারে সেজন্য রেঞ্জের ১৬টি ইউনিটে কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারীকে কঠোর নজরদারি রাখতে বলা হয়েছে।

সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. বেলায়েত হোসেন বলেন, দেশে করোনা সংক্রমন দেখা দেয়ায় সতর্কতার জন্য সুন্দরবনের পর্যটন এলাকা কটকা, কচিখালী, হিরণপয়েন্ট, হারবাড়িয়া, করমজলসহ বনের অন্যান্য পর্যটন এলাকায় দর্শাণার্থীদের প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.