স্বপন কুমার কুন্ডু, ঈশ্বরদী (পাবনা): ঈশ্বরদীতে নন-এমপিওভুক্ত ৫০ শিক্ষককে আর্থিক সহায়তা দিয়েছে উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী অফিসার শিহাব রায়হান রোববার প্রত্যেক শিক্ষকের হাতে নগদ এক হাজার টাকা তুলে দেন।
দীর্ঘদিন এমপিওভুক্ত না হওয়ায় এসব কলেজ ও স্কুলের শিক্ষকরা সংকটের মধ্যে দিন কাটাচ্ছিলেন। করোনা পরিস্থিতির কারণে কোচিং সেন্টার ও টিউশনি বন্ধ হয়ে পড়ায় তাদের আয়ের সকল পথই রুদ্ধ হয়ে পড়ে। ফলে পরিবার-পরিজন নিয়ে গভীর সংকটে পড়েন তারা।
উপজেলা নির্বাহী অফিসার শিক্ষকদের দুর্দশার কথা জেলা প্রশাসককে জানালে জেলা প্রশাসক অর্থ সহায়তার ব্যবস্থা করেন। এসময় উপজেলা শিক্ষা অফিসার সেলিম আক্তার, শিক্ষক সমিতির সভাপতি জমসেদ আলী ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রবি উপস্থিত ছিলেন।
শিহাব রায়হান জানান, অন্যান্য নিম্নআয়ের মানুষের মতো শিক্ষকদের ত্রাণের জন্য লাইন দেওয়া সম্ভব ছিল না। জেলা প্রশাসকের বেসরকারি তহবিল হতে ৫০ হাজার টাকা নন-এমপিও শিক্ষকদের দেয়া হয়েছে।