রুকুনুজ্জামান বাবুল, পার্বতীপুর, (দিনাজপুর): দিনাজপুরের পার্বতীপুর উপজেলার প্রথম করোনা ভাইরাস আক্রান্ত মানিক শাহ সুস্থ হয়েছেন।
সুস্থ হওয়ার পর মানিক শাহকে অভিনন্দন জানিয়েছে উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী অফিসার শাহনাজ মিথুন মুন্নী তাঁকে নগদ অর্থসহ শাক-সবজি-ফল সহায়তা প্রদান করেন।
মানিকের বাড়ি পৌর শহরের নামাপাড়া গ্রামে। তিনি নারায়ণগঞ্জের একটি কোম্পানিতে চাকুরি করেন। গত ৯ এপ্রিল তিনি বাড়ি আসেন। ১৫ এপ্রিল তাঁর শরীরে করোনা শনাক্ত হয়।
মানিক বাড়িতে থেকেই চিকিৎসা নেন। তার পরিবারের ৬ সদস্যের কারো শরীরে করোনা পাওয়া যায়নি।