লিবিয়ায় ২৬ বাংলাদেশিসহ ৩০ অভিবাসন-প্রত্যাশীকে হত্যা করেছে অপহরণকারীরা।
লিবিয়ার রাজধানী ত্রিপলি থেকে ১৮০ কিলোমিটার দক্ষিণের শহর মিজদায় বৃহস্পতিবার সকালে খুন হন তারা।
এ ঘটনায় আরও ১১ জন বাংলাদেশি আহত হয়েছেন।
নিহতদের পরিচয় শনাক্ত করার জন্য কাজ করছে সংশ্লিষ্টরা।
নিহতদের চারজন আফ্রিকান বংশোদ্ভুত। অভিবাসন-প্রত্যাশীদের ওই দলে ৩৮ জন বাংলাদেশিসহ কিছু সুদানি নাগরিক ছিলেন। তারা ভূমধ্যসাগর হয়ে লিবিয়া থেকে ইতালি যেতে চেয়েছিলেন।
লিবিয়ায় তারা একটি অপহরণকারীচক্রের হাতে পড়েন। প্রায় ১৫ দিন থেকে তারা অপহরণকারীদের হাতে বন্দী ছিলেন বলে বেঁচে যাওয়া এক বাংলাদেশির বরাত দিয়ে জানায় লিবিয়ার বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা।
তবে লিবিয়ার সরকারি কর্মকর্তারা বলেছেন, অভিবাসন-প্রত্যাশীদের হাতে নিহত এক মানব পাচারকারীর খুনেনর বদলা নিতে পাচারকারীর পরিবারের সদস্যরা তাদের গুলি করে হত্যা করে।
ডিসেম্বর মাসে এসব বাংলাদেশি ভারত ও দুবাই হয়ে লিবিয়ার বেনগাজী পৌঁছান। কয়েক মাস লিবিয়ার ভেতরে বিভিন্ন গোপন স্থানে তাদের রাখা হয়েছিল।
অনলাইন ডেস্ক