ঈদে স্টেশন বাংলায় বিশেষ আয়োজন

ঈদুল আজহা উপলক্ষ্যে অনলাইন তথ্য-বিনোদন মাধ্যম স্টেশন বাংলা তিন দিন বিশেষ অনুষ্ঠান প্রচার করবে।

স্টেশন বাংলার নিয়মিত আয়োজন গানের স্টেশনের তিনটি বিশেষ পর্বে অতিথি থাকছেন শিল্পী নবনীতা চৌধুরী, সাহানা বাজপেয়ী ও নীল দত্ত। জয়িতার সঞ্চালনায় এসব অনুষ্ঠান শুরু হবে শুক্র থেকে রোববার বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায়।

ঈদের আগের দিন (৩১ জুলাই) শুক্রবার রাত ৮টায় আজরা মাহমুদের সঞ্চালনায় সাক্ষাৎকার অনুষ্ঠান স্টেশনে মুখোমুখিতে অতিথি থাকবে অভিনয়শিল্পী ও নির্মাতা তৌকির আহমেদ।

অমিয়া অমানিতার সঞ্চালনায় শিশুদের নিয়ে আয়োজন ছোটদের স্টেশনে শনিবার বিকেল সাড়ে ৪টায় গান শোনাবে সুনেহরা সারাফাত সুপ্রীতা, ড্রয়িং ও এনিমেশন দেখাবে সুমায়েল দুনিয়ানা হোসেন, আবৃত্তি করবে লাইয়িন লাবিবা লীন এবং নাচবে অভিনন্দা বসু।

স্টেশন বাংলার ফেইসবুক পেইজ এবং ইউটিউবে আয়োজনগুলো সরাসরি সম্প্রচার হবে।

অনলাইন প্লাটফর্মটির পরিচালক আজহারুল হক আজাদ জানিয়েছেন, ‘স্টেশন বাংলায় ঈদুল আজহায় দেশীয় পোশাক মেলাও করছে ফ্যাশন উদ্যোক্তাদের সংগঠন এফ‌ইএবি। স্টেশন বাংল  সপ্তাহজুড়ে গান, আবৃত্তি, আলোচনা, প্রবাসী পর্ব, লাইফ স্টাইল ও শিশুদের নিয়ে নিয়মিত আয়োজন করে আসছে। গানের স্টেশনের আগের পর্বগুলোতে অতিথি হয়ে এসেছেন কলকাতার বিশিষ্ট শিল্পী শ্রীকান্ত আচার্য, রুপঙ্কর বাগচী, বাংলাদেশের ফাহমিদা চৌধুরী, হাবিব ওয়াহিদ এবং রাহুল আনন্দের মতো শিল্পীরা।

বিজ্ঞপ্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.