প্রবাসীর ত্রাণ পেল বগুড়ার শেরপুরের ৫০ বন্যা দুর্গত পরিবার প্রকাশিতঃ আগস্ট ১০, ২০২০ জার্মান প্রবাসী সৈয়দ শাকিলের উদ্যোগে সোমবার বগুড়ার শেরপুরের বিনোদপুর গ্রামের ৫০টি বন্যা দুর্গত পরিবার খাদ্য সহায়তা পেয়েছে। পত্রিকায় বন্যা ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত এসব মানুষের দুর্গতির কথা জেনে তিনি এ উদ্যোগ নেন। এতে সহায়তা করে তাঁর নিজের প্রতিষ্ঠান সৈয়দ শাকিল ফাউন্ডেশন, আশা হফনাং ফিউ বাংলাদেশ ও আলোকিত শিশু এ কাজে সহায়তা দেয়। বন্যার্তরা সহায়তা হিসেবে চাল, ডাল, লবণ, তেল ও সবজি পেয়েছেন। ছবি: আবুল বাশার মিরাজ এরকম আরো সংবাদ: পল্লী বিদ্যুতের অনন্য উদ্যোগ, বিদ্যুৎ সংযোগ পেল গোপালগঞ্জের ৫০০ পরিবার বগুড়ায় বন্যা পরিস্থিতির অবনতি: নতুন নতুন গ্রাম প্লাবিত বিদ্যুৎ সংযোগ পেল শেরপুরের প্রত্যন্ত গ্রামের ৭৫ পরিবার দূষণ দখলে বগুড়ার ভাদাই নদী এখন মরা খাল