আবৃত্তি চর্চার অনলাইন প্ল্যাটফর্ম আবৃত্তি অনলাইন প্রতি সপ্তাহে আবৃত্তির লাইভের পাশাপাশি পাক্ষিকভাবে আবৃত্তি বিষয়ক আলোচনা ‘আবৃত্তি কথন’ এবং অডিও পডকাস্ট ‘হ্যালো নিশুতি’ প্রচার করছে ।
মাসের প্রথম এবং তৃতীয় শনিবার বাংলাদেশ সময় রাত ১০টায় ‘আবৃত্তি কথন’ প্রচারিত হয়। এ আয়োজনে দেশ-বিদেশের বরেণ্য শিল্পীরা আবৃত্তি নিয়ে তাদের ভাবনা এবং অভিজ্ঞতা তুলে ধরেন। অনুষ্ঠানের সঞ্চালক জাকিয়া জেসমিন জানিয়েছেন, ৫ সেপ্টেম্বর শনিবার ‘আবৃত্তি কথনে’ অতিথি হয়ে আসছেন বরেণ্য আবৃত্তিশিল্পী হাসান আরিফ। আবৃত্তি অনলাইনের ফেসবুক পেইজ ও গ্রুপ এবং ইউটিউব চ্যানেলে আয়োজনটি সরাসরি দেখা যায়।
মধ্যরাতের আবৃত্তি আয়োজন ‘হ্যালো নিশুতি’ শুরু হয় রাত ১২টায়। পাক্ষিকভাবে এটি প্রচারিত হয়। ৯০ মিনিটের এ অডিও পডকাস্টে কোনো ভিডিও থাকে না বলে শ্রোতারা রেডিও শোনার অনুভূতি পান। এরই মধ্যে এ আয়োজনের ছয়টি পর্ব প্রচার হয়েছে। ‘হ্যালো নিশুতি’র প্রযোজক সঞ্চালক নুসরাত রাইসা জানান, আবৃত্তি অনলাইনের ইউটিউব প্ল্যাটফর্মে গিয়ে সব পর্বই যেকোনো সময় শোনা যায়। মাসের প্রথম ও তৃতীয় শনিবার এ আয়োজনে বাংলাদেশসহ বিশ্বের সকল প্রান্ত থেকে আমন্ত্রিত শিল্পীরা আবৃত্তি পরিবেশন করেন। অনুষ্ঠানটির মূল পরিকল্পনা করেছেন সোহেল আজাদ। ‘হ্যালো নিশুতি’র আগামী পর্ব প্রচার হবে ৬ সেপ্টেম্বর রোববার দিবাগত রাত ১২টায়। অতিথি হয়ে আসছেন বাংলাদেশ থেকে মীর মাসরুর জামান রনি এবং কলকাতা থেকে দেবনিষ্ঠা জানা।
আবৃত্তি অনলাইনে কাজ করছেন সিংগাপুর থেকে জাকিয়া জেসমিন, কানাডা থেকে কামরান করিম ও মেরি রাশিদিন, সুইজারল্যান্ড থেকে সোহেল আজাদ, বাংলাদেশ থেকে জয়দেব সাহা, ফারহানা তৃণা, নুসরাত রাইসা এবং সোলায়মান রিপন।
আবৃত্তি অনলাইন এর লিংক: Facebook link : shorturl.at/bwMU5 YouTube. link : shorturl.at/ghMQ2.