দীপাবলি উপলক্ষ্যে আবৃত্তি অনলাইন বিশেষ পর্বের আয়োজন করেছে।
কামরান করিমের সঞ্চালনা এবং শুক্লা রায়ের প্রযোজনায় দীপাবলি স্পেশাল নামের অনুষ্ঠানটি প্রচারিত হবে ১৫ নভেম্বর রোববার বাংলাদেশ সময় রাত ৮:০০ টায়, নিউইয়র্ক সময় সকাল ৯:০০ টায়। এ পর্বে অতিথি থাকছেন জনপ্রিয় আবৃত্তিকার কোলকাতার শোভনসুন্দর বসু।
এছাড়া দীপাবলির বিশেষ আয়োজনে রাত ১০টায় কাব্য গানে বন্ধুতা নামে আরেকটি অনুষ্ঠান থাকছেন আবৃত্তিকার শারমিন লাকী, কণ্ঠশিল্পী পান্থ কানাই ও শুভেন্দু দাস শোভন । অনুষ্ঠানটি প্রযোজনা ও উপস্থাপনায় থাকবে রাইসা নুসরাত।
অনলাইন ভিত্তিক প্ল্যাটফর্ম আবৃত্তি অনলাইন আবৃত্তির প্রসারে পডকাস্টসহ নিয়মিত বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করে আসছে।
বিজ্ঞপ্তি