নারী উদ্যোক্তাদের জন্য সিরাজগঞ্জে পাঁচ দিনের ই-কমার্স বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে।
ইউরোপীয় ইউনিয়নের প্রিজম প্রকল্প এবং সিরাজগঞ্জ উইম্যান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির যৌথ আয়োজনে শনিবার সকালে জেলার মহিলা চেম্বারের কার্যালয়ে এ প্রশিক্ষণ শুরু হয়। এতে ২৫ জন নারী উদ্যোক্তা অংশ নিচ্ছেন।
বিনামূল্যের এ প্রশিক্ষণে ক্ষুদ্র ও কুটির শিল্পে ব্যবসা শুরু, বাজার সম্প্রসারণ, ঋণ গ্রহণ, বিপণনসহ ক্ষুদ্র ও কুটির শিল্পের বাজারজাত করার বিভিন্ন বিষয় শেখানো হবে।
প্রিজম প্রকল্পের টিম লিডার আলী সাবেত, সিরাজগঞ্জ উইম্যান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সারিতা মিল্লাত ও প্রিজম প্রকল্পের সিনিয়র এক্সপার্ট ফেরদৌস আহম্মেদ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
একই প্রকল্পের আওতায় ঢাকার ক্ষুদ্র ও কুটির শিল্প প্রশিক্ষণ ইনস্টিটিউটে (স্কিটি) ছয় দিনের এক উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ শুরু হয়েছে। প্রশিক্ষণের যৌথ আয়োজক বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)। শনিবার সকালে উত্তরায় স্কিটি মিলনায়তনে এ আবাসিক প্রশিক্ষণ শুরু হয়। এতে বিসিকের ২৫ জন কর্মকর্তা অংশ নিচ্ছেন।
স্কিটিতে ‘ই-কমার্স ও ই-মার্কেটিং ফর এসএমসিআই’ বিষয়ে চার দিনের আরেকটি আবাসিক প্রশিক্ষণ শেষ হয়েছে। এটিও যৌথভাবে আয়োজন করে বিসিক ও প্রিজম প্রকল্প। চার ব্যাচের এ কর্মশালায় বিসিকের ১০০ জন কর্মকর্তা অংশ নেন।
প্রিজম প্রকল্প এবং অরোরা অ্যান্ড কোম্পানির যৌথ আয়োজনে শনিবার মানিকগঞ্জে শুরু হয়েছে ‘এক্সেস টু ফিনান্স’ শীর্ষক প্রশিক্ষণ। শনিবার সকালে জেলার ধামরাইয়ে তিন দিনের এ প্রশিক্ষণ শুরু হয়। এতে ২৫ জন উদ্যোক্তা অংশগ্রহণ করছেন। কর্মশালাটি পরিচালনা করছেন ইস্টার্ন ব্যাংক লিমিটেড ইবিএলের উপব্যবস্থাপনা পরিচালক খোরশেদ আলম।
বিজ্ঞপ্তি