সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, সম্পাদক আহ্কাম উল্লাহ

সম্মিলিত সাংস্কৃতিক জোটের অষ্টম জাতীয় সম্মেলনে ২০২২-২৪ এর নতুন কমিটিতে গোলাম কুদ্দুছ সভাপতি এবং আহ্কাম উল্লাহ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

নতুন কমিটিতে প্রচার সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন চ্যানেল আইয়ের জেষ্ঠ্য বার্তা সম্পাদক, দেশের খবর-এর সম্পাদক, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংবাদিক মীর মাসরুর জামান।

শুক্রবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় ‘সংস্কৃতির শক্তিতে জেগে উঠো বাংলাদেশ’ স্লোগান নিয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে সম্মেলন শুরু হয়।

জাতীয় সঙ্গীতের সাথে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলন শুরু হয়। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা  মিলনায়তনে এ আয়োজন উদ্বোধন করেন দেশবরেণ্য সমাজবিজ্ঞানী ড. অনুপম সেন। সভাপতিত্ব করেন সম্মিলিত সাংস্কৃতিক জোট সভাপতি গোলাম কুদ্দুছ।

আলোচনায় অংশ নেন সাংস্কৃতিজন রামেন্দু মজুমদার, আসাদুজ্জামান নূর এমপি, মামুনুর রশিদ, মফিদুল হক, নাসির উদ্দিন ইউসুফ, সারা যাকের এবং রেজওয়ানা চৌধুরী বন্যা এবং সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ড. মুহাম্মদ সামাদ ও সদস্য সচিব মো. আহ্কাম উল্লাহ্।

এসময় বক্তারা বলেন, সামাজিক অবক্ষয়সহ যে কোনো বিপর্যয় থেকে জাতিকে রক্ষা করতে সাংস্কৃতিক বিকাশের বিকল্প নেই। সে জন এই খাতে পৃষ্ঠপোষকতা বাড়ানোর জন্য রাষ্ট্রের প্রতি আহ্বান জানান তারা।

পূর্ণাঙ্গ কমিটি:

উপদেষ্টা পরিষদ
রামেন্দু মজুমদার, আতাউর রহমান, আসাদুজ্জামান নূর এমপি, মামুনুর রশীদ, মফিদুল হক, নাসিরউদ্দিন ইউসুফ, রেজওয়ানা চৌধুরী বন্যা, সারা যাকের, লায়লা হাসান।

নির্বাহী পরিষদ
সভাপতি: গোলাম কুদ্দুছ
সিনিয়র সহ-সভাপতি: ড. মুহাম্মদ সামাদ

সহ-সভাপতি
লিয়াকত আলী লাকী, ঝুনা চৌধুরী, সালাউদ্দিন বাদল, ড. ভাস্বর বন্দ্যোপাধ্যায়, মিলন কান্তি দে, মিনু হক, কামাল পাশা চৌধুরী, মীর বরকত, কুমার বিশ্বজিৎ, মিজানুর রহমান।

সাধারণ সম্পাদক: মো: আহ্কাম উল্লাহ্
সহ-সাধারণ সম্পাদক: আহাম্মেদ গিয়াস
সাংগঠনিক সম্পাদক: আজহারুল হক আজাদ
অর্থ সম্পাদক: আক্তারুজ্জামান
তথ্য ও গবেষণা সম্পাদক: মানজার চৌধুরী সুইট
দপ্তর সম্পাদক: শিরিন ইসলাম
প্রচার সম্পাদক: মীর মাসরুর জামান রনি
প্রকাশনা সম্পাদক: ইকবাল খোরশেদ জাফর

নির্বাহী সদস্য:
তারিক সুজাত, ড. নিগার চৌধুরী, ড. শাহাদাৎ হোসেন নিপু, রফিকুল ইসলাম, রেজীনা ওয়ালী লীনা, অভিনেতা ফেরদৌস আহমেদ, ফকির সিরাজ, আরিফ রহমান, বুলবুল ইসলাম, অনন্ত হীরা, এম এ আজাদ, মনজুর আলম সিদ্দিকী, শাজনেওয়াজ, ত্রপা মজুমদার, প্রিয়াংকা গোপ, সঙ্গীতা ইমাম, হাসান আবিদুর রেজা জুয়েল, আহসান হাবিব নাসিম, নাসিরুল হক খোকন, ড. বিশ্বজিৎ রায়, আক্তার-উজ-জামান কিরণ, ফয়জুল্লাহ সাঈদ, ঝর্ণা আলমগীর, আনিসা জামান চাঁঁপা, ড. সোলায়মান কবির, আহসান উল্লাহ তমাল, লিলি ইসলাম, রোকেয়া প্রাচী, তানভিন সুইটি, তনিমা হামিদ, মাহবুব রিয়াজ, আবুল ফারাহ পলাশ, মাসুদুজ্জামান, শামসুজ্জামান বাবু, অনন্যা লাবনী পুতুল, রওনক হাসান, নবীন কিশোর গৌতম, হানিফ খান, ওয়ার্দা রিহ্যাব, নাঈম হাসান সুজা, এইচ আর অনিক, আশিকুর রহমান বুলু, রেজাউল করিম রেজা, রওশন আরা রুশনী, নাজনিন হাসান চুমকি, বিজন চন্দ্র মিস্ত্রি, চৈতালী চৈতী, শহীদুল ইসলাম নাজু, তারেক আলী মিলন, শাহীন আহমেদ, অনিকেত রাজেশ, আবিদা রহমান সেতু, ফারজানা মালিক নিম্মি, ফারহিন খান জয়িতা, এনায়েত করিম বাবলু, হৃদি হক, আতিকুর রহমান উজ্জ্বল, এষা ইউসুফ, জি এম মোর্শেদ, নিয়াজ আহমেদ, তৌফিক হাসান ময়না, কাজী মিজানুর রহমান, মীর জাহিদ হাসান, শেখ শাফায়েতুর রহমান, এফ এম শাহীন, কিরীটি রঞ্জন বিশ্বাস, শামিমা তুষ্টি, মনিরুল ইসলাম, শাহ আলম সিকদার জয়, উর্মীলা শ্রাবন্তী কর, এহসানুল আজিজ বাবু, শিখা বোস,ফয়জুল আলম পাপ্পু, ঠান্ডু রায়হান, নাজমুল হাসান পাখী (চট্টগ্রাম বিভাগ), বিপ্লব প্রসাদ (রংপুর বিভাগ), সুকুমার দাস (খুলনা বিভাগ), আমিনুর রহমান ফরিদ (ঢাকা বিভাগ), কামসুল আলম সেলিম (সিলেট বিভাগ), আজমল হোসেন লাবু (বরিশাল বিভাগ), দিলীপ কুমার ঘোষ (রাজশাহী বিভাগ), গোলাম মোস্তফা (ইংল্যান্ড), আহমেদ হোসেন (কানাডা), মাহতাব সোহেল (যুক্তরাষ্ট্র), সেলিম শামসুল হুদা চৌধুরী (কানাডা), মিথুন আহমেদ (যুক্তরাষ্ট্র) আ. ই. ম শামীম (যুক্তরাষ্ট্র)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.