পানিতে ডুবে শিশুমৃত্যু রোধে সেরা প্রতিবেদনের জন্য পুরস্কার পেলেন ১৩ সাংবাদিক

পানিতে ডুবে শিশুমৃত্যু প্রতিরোধ বিষয়ে গভীরতাধর্মী সেরা সংবাদ প্রতিবেদনের জন্য ১৩ জন সাংবাদিক পুরস্কার পেয়েছেন। আজ রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে এক আয়োজনে তাঁদের পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বাংলাদেশ সংবাদ সংস্থার চেয়ারম্যান অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থা এবং জাতীয় ও স্থানীয় পর্যায়ের বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিবৃন্দ।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং অতিথিদের সঙ্গে পুরস্কারপ্রাপ্ত সাংবাদিকরা।

গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটরের (জিএইচএআই) সহযোগিতায় গণমাধ্যম উন্নয়ন সংগঠন সমষ্টি এ পুরস্কার প্রদান করে। মুদ্রণ সংবাদপত্র, টেলিভিশন ও অনলাইন-এ তিনটি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়। এাছাড়া জেলা পর্যায়ের একজন সাংবাদিক পুরস্কার পেয়েছেন। অতিথিরা বিজয়ীদের ক্রেস্ট ও সম্মাননাপত্র প্রদান করেন।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ বলেন, “পানিতে ডুবে শিশুমৃত্যুর মতো ভয়াবহ সমস্যা স্থায়িত্বশীল সমাধানের লক্ষ্যে গণমাধ্যমসহ সবাইকে সাথে নিয়ে কাজ করতে সরকার আন্তরিক। সাংবাদিকদের জন্য এ ধরনের জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে পুরস্কার প্রদান খুবই কার্যকর একটি উদ্যোগ। এতে গভীরতাধর্মী প্রতিবেদন তৈরিতে সাংবাদিকরা আরো অনুপ্রাণিত হবেন এবং সরকারও কার্যকর উদ্যোগ নিতে পারবে।”

অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, “গণমাধ্যমগুলো তাদের তৎপরতার মাধ্যমে বিভিন্ন পর্যায়ে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি সরকারের বিভিন্ন উদ্যোগের বিষয়গুলো তুলে ধরতে পারে। প্রিন্ট ও অনলাইন মিডিয়াগুলো পানিতে ডুবে শিশুমৃত্যু প্রতিরোধবিষয়ক গভীরতাধর্মী সংবাদ নিয়মিতভাবে প্রকাশ করতে পারে। আবার সম্প্রচার মাধ্যমগুলো এ সংক্রান্ত ডকুমেন্টারি ও টিভিসি প্রচার করতে পারে। এতে একদিকে যেমন ব্যক্তি পর্যায়ে সচেতনতা বাড়বে, তেমনি সরকারের বিভিন্ন নীতি-নির্ধারনী মহলের নজরে আসবে।”

পুরস্কার প্রাপ্তরা হলে আফরিন আপ্পি (দ্য বিজনেস পোস্ট), জিনিয়া কবির সূচনা (চ্যানেল ২৪), পার্থ শঙ্কর সাহা (প্রথম আলো), মাসুদ রানা (জাগোনিউজ), সোহাগী আকতার (সময় ট্রিবিউন), ঝর্ণা মনি (ভোরের কাগজ), কাউসার সোহেলী (মাছরাঙা টিভি), নীলিমা জাহান (ডেইলি স্টার), স্বপ্না চক্রবর্তী (জনকন্ঠ), জাহিদুর রহমান (সমকাল), সজীব আহমেদ (কালের কন্ঠ), আসিফ ইসলাম শাওন (দ্য বিজনেস পোস্ট) এবং আরেফীন তানজীব (চ্যানেল আই অনলাইন)।

অনুষ্ঠানে গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটরের যোগাযোগ বিশেষজ্ঞ সারওয়ার ই আলম বলেন, পানিতে ডুবে শিশু মৃত্যুরোধে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তবে এ বিষয়ে জনসচেতনতার এখনো অনেক অভাব আছে। তবে তথ্য জানলেই হলো না। মানুষের আচরণ পরিবর্তন হতে সময় লাগে।

আজকের অনুষ্ঠান সঞ্চালনা করেন সমষ্টির পরিচালক মীর মাসরুর জামান।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঢাকা ট্রিবিউনের নির্বাহী সম্পাদক রিয়াজ আহমেদ, জ্যেষ্ঠ সাংবাদিক লিটন হায়দার, মাইনুল আলম, শুচি সৈয়দ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.