ভারতের উত্তরাখণ্ডের উত্তরকাশীর সিল্কিয়ারি সুড়ঙ্গে আটকে পড়ার ১৭ দিন পর ৪১ শ্রমিকের সবাইকে জীবিত উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার বাংলাদেশ সময় রাত সোয়া ৯টার দিকে শ্রমিকদের নিরাপদে উদ্ধার করা হয়।
‘র্যাট হোল মাইনিং’ নামে পরিচিত ‘ম্যানুয়াল ড্রিলিং’ পদ্ধতি ব্যবহার করে আটকেপড়া শ্রমিকদের সুড়ঙ্গ থেকে বের করা হয়।
উদ্ধারকর্মীরা জানান, টানেল এলাকায় স্থাপন করা অস্থায়ী হাসপাতালে শ্রমিকদের প্রাথমিক পরীক্ষা করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, শ্রমিকদের সবাই সুস্থ আছেন। উদ্ধারকারী দলের প্রশংসা করে একে মানবতার অনন্য নজির বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উদ্ধার হওয়া শ্রমিকদের এক লাখ রুপি করে দেওয়ার ঘোষণা দিয়েছে রাজ্য সরকার।