রামপালে বাসে আগুন

এস এম সাইফুল ইসলাম কবির (বাগেরহাট): বাগেরহাটের রামপাল উপেজলার ফয়লা বাজার এলাকায় দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৮ নভেম্বর) রাত ৯টার দিকে খুলনা-‌মোংলা মহাসড়‌কের ফয়লা এলাকায় বাসটিতে আগুন দেওয়া হয়। খবর পেয়ে টহল পু‌লিশ, ফায়ার সা‌র্ভিস এবং স্থানীয় লোকজন চেষ্টা চা‌লি‌য়ে আগুন নেভায়।

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এস এম আশরাফুল আলম জানান, ফয়লা বাজার থেকে খানিকটা দূরের নির্জন এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা । খবর পেয়ে পুলিশ, স্থানীয় মানুষজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় পাশে দাঁড়িয়ে থাকা অন্য একটি বাস ধাক্কা দিয়ে নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়।

আগুন লাগানোর সাথে কারা জড়িত তা বের করতে ইতিমধ্যেই পুলিশ তদন্ত শুরু করে দিয়েছে বলেও জানান এ কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.