ইসরাইল ও হামাসের যুদ্ধবিরতির পঞ্চম দিনে আরো ১২ জিম্মি ও ৩০ ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে দু পক্ষ।
কাতার, মিশর ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় স্থানীয় সময় মঙ্গলবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় ইসরাইলি কারাগার থেকে ৩০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়া হয়। তাদের বেশিরভাগই নারী এবং কয়েকজন কিশোর। ইসরাইলের কারাগারে আটক থাকার সময় তাদের সাথে দুর্ব্যবহার এবং মারধর করা হয়েছে বলে অভিযোগ করেছেন তারা। ইসরাইল এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি।
ইসরাইলের সেনাবাহিনী জানিয়েছে, নয়জন নারী এবং এক কিশোরের পাশাপাশি থাইল্যান্ডের আরো দুই নাগরিককে মুক্তি দিয়েছে হামাস। গাজায় বন্দি থাকার সময় তাদের সাথে কোনো দুর্ব্যবহার করা হয়নি বলে জানিয়েছেন মুক্তিপ্রাপ্তরা।
সোমবার রাতে ইসরায়েল ও হামাসের মধ্যে অস্থায়ী যুদ্ধবিরতির চতুর্থ দিন শেষ হয়। এরপর কাতার, মিশর ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতির মেয়াদ আরো দুদিন বাড়াতে রাজি হয় দু’পক্ষ।