সিরিজের প্রথম টি-২০ ম্যাচে শক্তিশালী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।
বেনোনিতে অনুষ্ঠিত শ্বাসরুদ্ধকর ম্যাচে স্বর্ণার বোলিং তোপে স্বাগতিকদের ১৩ রানে হারিয়ে দেয় বাংলাদেশ।
টস জিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ১৪৯ রান তোলে। মুর্শিদা খাতুন ৫৯ বলে ৬২ রান করে অপরাজিত থাকেন। অধিনায়ক নিগার সুলতান ২১ বলে ৩৪ রান করেন। দক্ষিণ আফ্রিকার হয়ে ১টি করে উইকেট নেন এলিজ-মারি মার্ক্স ও নন্দুমিসো শানগেস।
জবাবে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১৩৬ রানে আটকে যায়। ১৩ রানের জয় তুলে নেয় বাংলাদেশ। ওপেনার আনেকা বশ ৪৯ বলে ৬৭ রান করে আউট হন। অপর ওপেনার তাজমিন ব্রিটস ২৬ বলে ৩০ রান করে মাঠ ছাড়েন। বাকিরা কেউই বলার মতো রান করতে পারেননি।
জয়ের জন্য শেষ ৩ ওভারে ২৮ রান দরকার ছিল দক্ষিণ আফ্রিকার। হাতে ছিল ৭ উইকেট। ১৮তম ওভারে স্বর্ণা আক্তার ২ রান খরচ করে ২টি উইকেট তুলে নেন। ১৯তম ওভারে নাহিদা আক্তার ২ রান খরচ করে ১টি উইকেট সংগ্রহ করেন। শেষ ওভারে জিততে ২৪ রান দরকার ছিল দক্ষিণ আফ্রিকার। স্বর্ণার ওভারে ২টি বাউন্ডারি মারে দক্ষিণ আফ্রিকা। তবে সেই ওভারে ২টি উইকেটও হারায় তারা।
স্বর্ণা ৪ ওভারে ২৮ রান খরচ করে ৫টি উইকেট তুলে নেন। এটি তাঁর আন্তর্জাতিক ক্যারিয়ারের সেরা বোলিং পারফর্ম্যান্স। ১টি করে উইকেট নেন নাহিদা, ফহিমা ও রাবেয়া। ম্যাচের সেরা হন স্বর্ণা।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টিতে এটি বাংলাদেশের দ্বিতীয় জয়। দু’দল মোট ১২টি টি-টোয়েন্টি খেললেও প্রথমটি ছাড়া পরের দশ ম্যাচে বাংলাদেশ কোনো জয় পায়নি।
৬ এবং ৮ ডিসেম্বর কিম্বার্লিতে শেষ দুটি টি-টোয়েন্টি খেলা হবে। ১৬ ডিসেম্বর তিন ম্যাচের দু দলের ওয়ানডে সিরিজ শুরু হবে।