ভারত ২০২৪ সালের মার্চ মাস পর্যন্ত পেঁয়াজ রপ্তানি করবে না বলে সিদ্ধান্ত নিয়েছে।
আজ শুক্রবার (৮ ডিসেম্বর) এক আদেশে রপ্তানি বন্ধের ঘোষণা দেয় দেশটি।
দেশে পেঁয়াজের পর্যাপ্ত সরবরাহ ও মূল্য নিয়ন্ত্রণে রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ভারতের সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে।
এ খবর পাওয়ার পর বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী টিপু মুনশী একটি সংবাদমাধ্যমকে বলেন, ‘এ খবর আমি কিছুক্ষণ আগেই পেয়েছি। কী করবো এখনও ভেবে দেখিনি। এ বিষয়ে আমরা আলোচনা করে তারপর জানাবো।’