‘আমার দেশ, সন্ত্রাস-সাম্প্রদায়িকতামুক্ত বাংলাদেশ’— এই স্লোগানে বিজয় উৎসব-২০২৩ শুরু করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট।
এ আয়োজনটি চলবে আগামী ১৬ ডিসেম্বর পর্যন্ত।
আজ মঙ্গলবার (১৩ ডিসেম্বর ) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে উদ্বোধনী অনুষ্ঠানে সম্মিলিত সাংস্কৃতিক জোট সভাপতি লেখক-গবেষক গোলাম কুদ্দুছ-এর সভাপতিত্বে আলোচনায় অংশ নেন বিশ্ব আইটিআই-এর সাম্মানিক সভাপতি রামেন্দু মজুমদার, বাংলাদেশ গ্রাম থিয়েটারের সভাপতি নাট্যজন নাসির উদ্দিন ইউসুফ, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি লেখক-গবেষক মফিদুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য কবি ড. মুহম্মদ সামাদ, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক বীর মুক্তিযোদ্ধা আশরাফুল আলম, নাট্যজন সারা যাকের ও বিজয় উৎসব উৎসব ২০২৩ উদযাপন কমিটির আহ্বায়ক নাট্যজন ঝুনা চৌধুরী।
স্বাগত বক্তব্য রাখেন জোটের সাধারণ সম্পাদক আবৃত্তিশিল্পী আহকাম উল্লাহ্ ও বিজয় উৎসব-২০২৩ এর ঘোষণাপত্র পাঠ করেন জোটের সহ-সাধারণ সম্পাদক আহম্মেদ গিয়াস।
বিজয় উৎসব-২০২৩ উদ্বোধন কর্মসূচির মধ্যে ছিল—শহীদ বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণ, এক মিনিট নীরবতা পালন, জাতীয় সংগীত ও মুক্তিযুদ্ধের গান, বিজয়ের আবৃত্তি এবং নৃত্যের সাথে বেলুন উড্ডয়ন। দ্বিতীয় পর্বে বহ্নিশিখা দলীয় সঙ্গীত ও স্রোত আবৃত্তি সংসদ দলীয় আবৃত্তি পরিবেশন করে, পথনাটক পরিবেশন করে সম্মিলিত সাংস্কৃতিক জোট।
এ বছর ১৩ থেকে ১৬ ডিসেম্বর রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার ও রায়ের বাজারসহ ছয়টি মঞ্চে এবারের বিজয় উৎসব হচ্ছে। কোনো কোনো মঞ্চে এরপরও অনুষ্ঠান হবে।
উৎসবটি চলবে— কেন্দ্রীয় শহীদ মিনার: ১৩ থেকে ১৬ ডিসেম্বর, রায়ের বাজার বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভ: ১৪ থেকে ১৬ ডিসেম্বর, মিরপুর টাউন হল: ১৬ ডিসেম্বর, দনিয়া কলেজ প্রাঙ্গণ: ১৪ থেকে ১৬ ডিসেম্বর; বাহাদুর শাহ্পার্ক: ১৭ ডিসেম্বর; এবং উত্তরা বঙ্গবন্ধু মঞ্চ: ১৪ ডিসেম্বর।
বৃহস্পতিবার একযোগে কেন্দ্রীয় শহীদ মিনার ও রায়ের বাজার বুদ্ধিজীবী স্মৃতিসৌধ মঞ্চের অনুষ্ঠান শুরু হবে বিকাল ৪টায়।
কেন্দ্রীয় শহীদ মিনারে শিশু সংগঠন সৃষ্টিশীল ললিতকলা একাডেমির দলীয় পরিবেশনা দিয়ে শুরু করবে, দলীয় সঙ্গীত পরিবেশন করবে সুরসাগর, উজান , উঠোন ও সুরসাগর ললিতকলা একাডেমি; দলীয় আবৃত্তি পরিবেশন করবে কথা আবৃত্তি চর্চা কেন্দ্র, সাম্প্রতিক ঢাকা, উদ্ভাসন ও চারুবাক; দলীয় নৃত্য পরিবেশন করবে স্বপ্ন বিকাশ কলাকেন্দ্র ও রেওয়াজ পারফরমিং আর্ট; পথনাটক পরিবেশন করবে অলআত চক্র ও দৃষ্টিপাত নাট্য দল। একক সঙ্গীত পরিবেশন করবেন প্রীয়াঙ্কা গোপ, অনিমা মুক্তি গোমেজ, আরিফ রহমান ও আবিদা রহমান সেতু; একক আবৃত্তি পরিবেশন করবেন রূপা চক্রবর্তী ও অলোক বসু।
রায়ের বাজার বুদ্ধিজীবী স্মৃতিসৌধ মঞ্চে শিশু সংগঠন অচিন পাখি ও শিল্পবৃত্ত’র পরিবেশনা দিয়ে শুরু করবে। দলীয় সঙ্গীত পরিবেশন করবে সমস্বর, পদ্মশ্রী ও সুরবাণী; দলীয় আবৃত্তি পরিবেশন করবে আবৃত্তি একাডেমি, বৈতরণী ও নান্দনিক শিল্পালয়; দলীয় নৃত্য পরিবেশন করবে নৃত্যরাগ একাডেমি ও আঙিকাম; পথনাটক পরিবেশন করবে নাটনন্দন, নাগরিক নাট্যাঙ্গন অনসাম্বল। একক সঙ্গীত পরিবেশন করবেন সমর বড়ুয়া, সানজিদা মঞ্জুরুল হ্যাপী, শবরী মজুমদার, প্রলয় সাহা, ফেরদৌসী কাকলী, অমিত হিমেল; একক আবৃত্তি পরিবেশন করবেন ঋতুরাজ ফিরোজ, মো. মনিরুজ্জামান বাতুল, কণিকা গোপ, মাহফুজ হৃদয় ও জিনিয়া ফেরদৌস রুনা।
বিজ্ঞপ্তি