শনিবার (২৩ ডিসেম্বর) নেপিয়ারে সিরিজের তৃতীয় ওয়ানডেতে স্বাগতিকদের ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবারের মতো ওয়ানডে জয় পেয়েছে বাংলাদেশ।
৯৯ রানের লক্ষ্য নিয়ে মাঠে নেমে বাংলাদেশ মাত্র ১৫ ওভার ১ বলে নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের জয় নিশ্চিত করে।
তবে সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে শিরোপা জিতে নেয় নিউজিল্যান্ড।
ব্যাট করতে নেমে নিউজিল্যান্ডের মূল পারফর্মার উইল ইয়ং ২৬ রানে আউট হয়ে যাওয়ায় শুরুতেই ধাক্কা খায় নিউজিল্যান্ড। রাচিন রবীন্দ্র (৮) ও হেনরি নিকোলস (১১) এর সংক্ষিপ্ত প্রতিরোধেও বাংলাদেশের পেসারদের সামনে আর কোমর সোজা করে দাঁড়াতে পারেনি দলটি। স্বাগতিকদের ১০ উইকেটই তুলে নেন পেসাররা।
তানজিম হাসান সাকিব ১৪ রানে ৩ উইকেট নেন এবং শরিফুল ইসলাম ও সৌম্য সরকার ৩টি করে উইকেট নিয়ে নিউ জিল্যান্ডকে ৯৮ রানে থামিয়ে দেন। মুস্তাফিজ নেন ১ উইকেট।
জবাবে সৌম্য চোট পেয়ে অবসর নিলেও বাংলাদেশ সহজেই লক্ষ্যে পৌঁছে যায়। এনামুল হক বিজয় ও অধিনায়ক নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে টাইগাররা আর কোনো জটিলতা ছাড়াই নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক ওয়ানডে জয় নিশ্চিত করে। এনামুল ৩৭ রানে আউট হলেও নাজমুল ফিফটি করে অপরাজিত থাকেন।
আগামী ২৭ ডিসেম্বর থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ।