কক্সবাজারের চকরিয়া ও পেকুয়া উপজেলার জনপ্রতিনিধিরা স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন কমিশনে ভিত্তিহীন অভিযোগ দায়ের, ভীতি প্রদর্শন ও হুমকিসহ বিভিন্ন অভিযোগ এনে যথাযথ ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন।
বুধবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় চকরিয়ায় আয়োজিত চকরিয়া এবং পেকুয়ার জনপ্রতিনিধিরা এক সংবাদ সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী জানান, নির্বাচন কমিশনের প্রতিশ্রুতি অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচনকে অংশগ্রহণমূলক লক্ষ্যে জনপ্রতিনিধিরা নিজেদের এলাকায় তাঁদের পছন্দের প্রার্থীর পক্ষে শান্তিপূর্ণভাবে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। কিন্তু বর্তমান সংসদ সদস্য ও ট্রাক প্রতীক নিয়ে নির্বাচন করা স্বতন্ত্র প্রার্থী জাফর আলম তাঁর পক্ষে কাজ না করায় এবং হাতঘড়ি প্রতীকের প্রার্থী বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মোহাম্মদ ইব্রাহিমের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ায় জাফর আলমের পক্ষের লোকজন তাঁদের ভয়ভীতি প্রদর্শন, হত্যাসহ নানাভাবে হুমকি দিচ্ছে।
ফজলুল করিম অভিযোগ করেন, জাফর আলমের কর্মীরা হাতঘড়ি প্রতীকের পোস্টার, ব্যানার, লিফলেট ইত্যাদি ছিড়ে ফেলছে। আবার ব্যানার-পোস্টার লাগাতেও বাধা দিচ্ছে। এতে তাঁরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। বিষয়টি তদন্ত করে কার্যকর পদক্ষেপ নিতে তিনি নির্বাচন কমিশনের প্রতি অনুরোধ জানান।
সুরাজপুর মানিকপুর ইউপির চেয়ারম্যান আজিমুল হকের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন পেকুয়া উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী, জেলা পরিষদ সদস্য আবু তৈয়ব, পেকুয়া উপজেলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম মিনুসহ অন্যরা।