যুদ্ধ শেষ হলে ইসরাইল গাজার পূর্ণ নিয়ন্ত্রণ নেবে বলে ঘোষণা দিয়েছেন দেশটির অর্থমন্ত্রী মটরিচ।
গাজায় ইসরাইলি বসতি স্থাপনেরও আহŸান জানিয়েছেন তিনি। ইসরাইলের জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী বলেছেন, যুদ্ধ গাজাবাসীকে ওই এলাকা ত্যাগের সুযোগ করে দিয়েছে। এর মাধ্যমে সেখানে ইসরাইলি বসতি স্থাপন সহজ হবে। ইসরাইলের আরো কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা গাজায় স্থায়ীভাবে ইসরাইলি দখলদারি প্রতিষ্ঠার কথা বলেছেন।
এ অবস্থায় ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল। লেবাননের পূর্বাঞ্চলে ইসরাইলি হামলায় হিজবুল্লাহ’র চার যোদ্ধা নিহত হয়েছেন। লোহিত সাগরে ১০ সদস্যকে হত্যার ঘটনায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে হুদি বিদ্রোহীরা। তারা বলছে, যুক্তরাষ্ট্রের জন্য লোহিত সাগরকে নরকে পরিণত করা হবে।