রাজধানীর কদমতলী থেকে সংঘবদ্ধ ডাকাত চক্রের সন্দেহভাজন সর্দারসহ ১১ জনকে গ্রেপ্তার করেছে বলে সংবাদ সম্মেলনে জানিয়েছে র্যাব।
র্যাব কর্মকর্তারা মঙ্গলবার সংবাদ সম্মেলনে জানান, চক্রটি রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী বিভিন্ন মহাসড়কে দীর্ঘদিন ধরে ডাকাতি করে আসছিলো। তাদের কাছ থেকে ৪টি পিকআপ গাড়ি ও ডাকাতির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। চক্রের সাথে আরো কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখছেন গোয়েন্দারা।