প্রার্থিতা ফেরত ও বাতিল চেয়ে আবেদনের রায় ঘোষণা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফেরত ও বাতিল চেয়ে আবেদনের রায় ঘোষণা করছেন আপিল বিভাগ।

গাজীপুর-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী আলম আহমেদের প্রার্থিতা বৈধই থাকবে বলে রায় দিয়েছেন আদালত। ওই আসনের আওয়ামী লীগ প্রার্থী সিমিন হোসেন রিমি। বরিশাল-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর প্রার্থিতা বাতিলই থাকবে বলে রায় দিয়েছেন আপিল বিভাগ। ওই আসনের আওয়ামী লীগ প্রার্থী পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম।

বরিশাল-৪ আসনে আওয়ামী লীগ প্রার্থী শাম্মী আহমেদের প্রার্থিতা বাতিল রেখেছেন আপিল বিভাগ। ওই আসনের স্বতন্ত্র প্রার্থী পঙ্কজ দেবনাথ। যশোর-৪ আসনের আওয়ামী লীগের প্রার্থী এনামুল হক বাবুলের প্রার্থিতা বৈধই থাকবে বলেও জানিয়েছেন আপিল বিভাগ। ওই আসনের স্বতন্ত্র প্রার্থী বর্তমান সংসদ সদস্য রনজিত কুমার রায়। ঢাকা ৭ আসনের স্বতন্ত্র প্রার্থী হাসিবুর রহমান মানিকের প্রার্থিতা বাতিলের রায় দিয়েছেন আপিল বিভাগ। দ্বৈত নাগরিকের তথ্য গোপনের অভিযোগে নোয়াখালী ১ আসনের স্বতন্ত্র প্রার্থী খন্দকার রুহুল আমিনের প্রার্থিতা বাতিলই থাকবে বলে রায় দিয়েছেন আপিল বিভাগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.