স্মরণীয় নিউজিল্যান্ড সফর শেষে দেশে ফিরল বাংলাদেশ ক্রিকেট দল

নিউজিল্যান্ডে ওয়ানডে ও টি-টুয়েন্টি ম্যাচের দুই স্মরণীয় সিরিজ শেষ করে সোমবার রাতে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল।

ওডিআই সিরিজ হারলেও ওয়ানডে এবং টি-টুয়েন্টি সিরিজে নিউজিল্যান্ডের মাঠে প্রথম জয়ের নজির গড়েছে বাংলাদেশ। ওডিআই সিরিজে ২-১ এ হেরেছে ‘টিম-টাইগার্স’। তিন ম্যাচের টি-টুয়েন্টির শেষটি জিতে নিজেদের মাটিতে সিরিজ হার  এড়িয়েছে নিউজিল্যান্ড। এই সিরিজ দিয়েই টাইগাররা শেষ করেছে ২০২৩-এর ক্রিকেট বর্ষপঞ্জি।

মার্চে দেশের মাটিতে শ্রীলংকার বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.