আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, যারা মুক্তিযুদ্ধে সমর্থন দেয়নি তাদের চক্রান্ত এখনও চলছে কিন্তুআওয়ামী লীগ কারো কাছে মাথা নত করে না।
ফরিদপুরে রাজেন্দ্র কলেজ মাঠে নির্বাচনী জনসভায় তিনি বলেন, দেশবাসী আবারও নৌকায় ভোট দিলে উন্নয়নশীল বাংলাদেশ গড়ে তুলবে আওয়ামী লীগ।দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রচারে দেশের বিভিন্ন প্রান্তে ছুটে বেড়াচ্ছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
এরই অংশ হিসেবে ফরিদপুরে নির্বাচনী জনসভায় যোগ দেন তিনি। সে সময় ফরিদপুর, মাগুরা ও রাজবাড়ির সংসদীয় আসনে আওয়ামী লীগ প্রার্থীদের পরিচয় করিয়ে দেন দলীয় প্রধান।
প্রধান অতিথির বক্তৃতায় শেখ হাসিনা বলেন, দেড় দশকে দেশ বদলে যাওয়ার পরও ষড়যন্ত্র চলছে। আওয়ামী লীগই গণতন্ত্র ও উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করতে পারবে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, নৌকায় বিজয়েই স্বপ্ন পূরণ হবে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ২০শে ডিসেম্বর সিলেট থেকে আনুষ্ঠানিক প্রচারে নামেন আওয়ামী লীগ সভাপতি।