লেবাননের রাজধানী বৈরুতে একটি বিস্ফোরণে দুই কমান্ডারসহ হামাসের উপপ্রধান সালেহ আল-অরৌরি নিহত হয়েছেন।
সে সময় নিহত হয়েছেন আরো কয়েকজন। হামাস জানিয়েছে, লেবাননের রাজধানীর দক্ষিণ শহরতলির দাহিয়েহে’র অফিসে বিস্ফোরণে ওই ঘটনা ঘটে। আল-আরৌরি হামাসের রাজনৈতিক ব্যুরোর উপপ্রধান ছিলেন। বিস্ফোরণে তাদের সশস্ত্র শাখার দুই কমান্ডার নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে হামাস। এরপর যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত বলে জানিয়েছেন ইসরাইলের এক সামরিক কমান্ডার।
ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট জানিয়েছে, দক্ষিণ গাজার খান ইউনিসে তার সদর দপ্তরে ইসরায়েলি বোমা হামলায় পাঁচজন নিহত এবং তিনজন আহত হয়েছেন। অঞ্চলটিতে হামাস ও ইসাইলের মধ্যে তীব্র লড়াই চলছে। হামাসের উপপ্রধান নিহত হওয়ার প্রতিবাদে পশ্চিম উপত্যকার রামাল্লায় বিক্ষোভ করেছেন হাজারো মানুষ।