দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসামরিক প্রশাসনকে সহায়তা দিতে সারা দেশে সেনাবাহিনী মাঠে নেমেছে।
বুধবার সকাল থেকে সেনাবাহিনীর সদস্যরা রাজধানীতে টহল দিচ্ছে। তারা নির্বাচনী দায়িত্ব পালন করবে ১০ই জানুয়ারি পর্যন্ত।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ভোট গ্রহণের আগে, ভোট গ্রহণের দিন ও ভোট গ্রহণের পর শান্তি-শৃঙ্খলা নিয়ন্ত্রণে সারা দেশে ১০ জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশন ও স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তা করবে সেনাবাহিনী।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৬২ জেলায় সেনা সদস্য ও ৪৫টি উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবি দায়িত্ব পালন করবে। ভোলা ও বরগুনা এবং উপকূলীয় আরো ১৭টি উপজেলায় নৌ-বাহিনীর সদস্যরা নিয়োজিত থাকবে। প্রত্যন্ত পার্বত্য অঞ্চলের ভোটকেন্দ্রে হেলিকপ্টার সহায়তা দেবে বিমান বাহিনী। নির্বাচনী সহায়তায় বিমান বাহিনীর হেলিকপ্টার প্রস্তুত রাখা হয়েছে।