মুন্সিগঞ্জ ৩ আসনে দুর্বৃত্তের গুলিতে নৌকা প্রতীকের একজন সমর্থক নিহত হয়েছেন। ওই ঘটনায় আহত হয়েছেন একজন।
বুধবার রাত সাড়ে ১২টার দিকে সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের মুন্সীকান্দি গ্রামে আওয়ামী লীগের প্রার্থী মৃণাল কান্তি দাসের নির্বাচনী ক্যাম্পে হামলা হয়। এতে ডালিম নামে নৌকার সমর্থক গুলিবিদ্ধ হন ও সোহেল নামের আরেক সমর্থক পিটুনিতে আহত হন। ক্যাম্পের লোকজন অভিযোগ করেন, কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থীর সমর্থক সোহাগ ও শিপনের নেতৃত্বে ১০ জনের একটি দল মুন্সীকান্দি ক্যাম্পে হামলা চালায়।
এক পর্যায়ে তারা গুলি চালায়। গুলিবিদ্ধ ডালিমকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে বৃহস্পতিবার ভোরে তার মৃত্যু হয়। তবে কাঁচি প্রার্থীর সমর্থকদের দাবি, ষড়যন্ত্র করে ওই ঘটনা ঘটানো হয়েছে। মুন্সিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম জানান, ঘটনাস্থলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন। তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।