২০২৩ এ বিভিন্ন ক্যাটাগরিতে বর্ষসেরা ক্রিকেটার নির্বাচনের জন্য প্রাথমিক তালিকা প্রকাশ করছে আইসিসি।
এর প্রথম ধাপে ঘোষণা করা বর্ষসেরা ইমার্জিং নারী ক্রিকেটারদের মনোনয়নের প্রাথমিক তালিকায় আছেন বাংলাদেশের পেসার মারুফা আক্তার। চূড়ান্ত নির্বাচন হবে ক্রিকেটভক্ত ও সংশ্লিষ্টদের ভোটে। নারী ইমার্জিং ক্রিকেটার অব দ্য ইয়ারের প্রাথমিক তালিকায় বাংলাদেশের মারুফা আক্তারের প্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের লরেন বেল, স্কটল্যান্ডের ডার্সি কার্টার এবং অস্ট্রেলিয়ার পোবে লিচফিল্ড।
ছেলেদের বর্ষসেরা ইমার্জিং ক্রিকেটারের তালিকায় রয়েছেন সাউথ আফ্রিকার জেরাল্ড কোয়েটজি, নিউজিল্যান্ডের রাচিন রবীন্দ্র, শ্রীলংকার মাদুশাংকা এবং ভারতের জয়সোয়াল।
মেয়েদের বর্ষসেরা টি-টুয়েন্টি ক্রিকেটারের মনোনয়নে শ্রীলংকার চামারি আতাপাত্তুর সাথে ইংল্যান্ডের সোফি এক্লেস্টোন, অস্ট্রেলিয়ার এলিস পেরি এবং ওয়েস্ট ইন্ডিজের হেইলে ম্যাথুজ রয়েছেন।
ছেলেদের বর্ষসেরার মনোনয়নে ভারতের সূর্যকুমার যাদবের প্রতিদ্ব›দ্বী জিম্বাবুয়ের সিকান্দার রাজা ও নিউজিল্যান্ডের মার্ক চ্যাপম্যান।