বয়ে যাওয়া মৃদু শৈত্যপ্রবাহে হিমেল হাওয়া আর কনকনে শীতে কাঁপছে দিনাজপুরসহ উত্তরের জনপদ।
ঘন কুয়াশা আর হিমেল বাতাসে বিপর্যস্ত জনজীবন। গত কয়েক দিনে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। প্রান্তিক আর শ্রমজীবী মানুষ চরম দুর্ভোগে পড়েছে।