আগামীকাল ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। দেশের ৪২ হাজারেরও বেশি কেন্দ্রে ভোটগ্রহণ চলবে।
ভোটারকে তার আসনের নির্দিষ্ট কেন্দ্রের নির্দিষ্ট বুথে যেয়ে ভোট প্রদান করতে হবে।
নির্বাচন কমিশনের অ্যাপ ও ওয়েবসাইট থেকে নিজেদের কেন্দ্র সম্পর্কে জানতে পারবেন ভোটাররা।
ভোটকেন্দ্র সম্পর্কিত তথ্য নির্বাচন কমিশনের অ্যাপ (Smart Election Management BD) থেকে জানতে পারবেন ভোটাররা। এটি গুগল প্লে কিংবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করা যাবে।
অ্যাপটি ইনস্টল করে নির্ধারিত ঘরে জন্ম তারিখ ও জাতীয় পরিচয়পত্রের নম্বর দিলে ভোটার নম্বর, ভোট দেওয়ার সিরিয়াল নম্বর ও ভোটকেন্দ্রের ঠিকানা পাওয়া যাবে।
অ্যাপটি ব্যবহার করে ভোটাররা ওই আসনের সব প্রার্থী ও প্রতীকের তথ্যও পাবেন।
এছাড়া ভোট গণনার সময় বিভিন্ন আসনের ভোট গণনার অগ্রগতিসহ সম্পূর্ণ ফলাফল জানতে পারবেন এই অ্যাপের মাধ্যমে।
নির্বাচন কমিশনের ওয়েবসাইটে (http://www.ecs.gov.bd/page/gadgets-for-12th-national-parliament-election) ৩০০ নির্বাচনি আসনের কেন্দ্র তালিকা রয়েছে। এ তালিকা থেকে ভোটাররা জানতে পারবেন তার ওয়ার্ডের জন্য কোন কেন্দ্র নির্ধারিত রয়েছে। কেবল নির্ধারিত কেন্দ্রেই ভোট দিতে পারবেন ভোটাররা।